মানুষের বাঁধাপ্রাপ্ত জীবনটাই মূল্যবান
কারণ ব্যর্থতার কষ্ট সফলতা নিয়ে আসে,
বাঁধ ভেঙ্গে নদীস্রোত দ্রুত আগুয়ান
দৈন্য জীবনটাই একদিন প্রাচুর্যের পূর্ণিমায় হাসে!
বঞ্চনা বিষের বিষাক্ত জ্বালা স’য়ে
প্রাপ্তির শান্তি খুঁজে পাওয়া যায়,
ভ্রষ্ট পথটি ছেড়ে দেয় নষ্ট মেয়ে-
অন্ধকার যখন আলোর পথটি দেখায়!
দুঃখের দহনে অনিবার পুড়ে
সুখের পরিতৃপ্তি ভাগ্যে জোটে,
না-ফোটা কলির বঞ্চনা জুড়ে
পাখীর গানে গানে বনে বনে ফুল ফোটে!
জীবনে যত আছে বেদনার গন্ধ
সব মিলে ফুটিয়ে তোলে মধুর সুবাস,
রক্তাক্ত ক্ষত জুড়ায় বিমল আনন্দ
উষ্ণ নিঃশ্বাষ ও মুছে নেয় মলয় বাতাস!
বিধবার জ্বালায় হাসে মিলনের মালা
পোড়া ভবনেই মাথা তুলে সুরম্য প্রাসাদ,
মুক্তির আনন্দ ভাঙ্গে বন্দিতার বন্দিশালা
নবান্ন ঘ্রান নিরন্নে জাগায় বাঁচার স্বপ্ন-সাধ!
কান্নার গভীরে থাকে সুন্দর হাসি
অন্ধকারে বাস করে চাঁদের আলো,
মায়াহীন অপ্রেমে ওঠে ভালবাসাবাসি
মন্দ থেকে বেরিয়ে আসে বিচিত্র ভালো!