বুকের রক্তে কত কথা
লিখে গেছো তুমি,
মাথায় রেখে তোমায় আমি
হাতে নিলাম চুমি।
লিখতে চাই কবিতা ও গান
লিখবো নূতন ইতিহাস,
টেনে বের করো বুক থেকে মোর
মহত্বের নির্যাস।
লিখবো মানবিক ধ্বংস-গাথা
ঘৃণিত সত্যের কান্না,
হিংস্রের উঠোনে নামাবো আমি
প্রেম-প্রীতিরই বন্যা।
তোমার কালিতে আমার শক্তি
ডাকুক ফুলের মৌসুম,
সুদুরে পালাক পাপ-অনাচার
দুঃখ-অভাব নির্ঘুম।