সবার শীর্ষে মহিমা বর্ষে
কল্যানীর কবরী,
বিশুদ্ধ মনে ফুল সংগোপনে
শোভা-গন্ধে দেয় ভরি!০১
আমি তুমি আছি খুব কাছাকাছি
জীবনের শুরু থেকে,
যাবো প্রতি ঘরে সব অকাতরে
দেবো প্রেম-প্রীতি মেখে!০২
কষ্টের ধন বিলাবো রতন
দুঃখী মানুষের হাতে,
যা কিছু পাবো সব দিয়ে যাবো
শিউলি ভরা প্রভাতে!০৩
স্বার্থের ধরা আছে ব্যাধি-জরা
অনেকে মানুষ নেই,
অশ্রুতে মা-বোন ভাসায় গৃহকোণ
রুদ্ধ অন্ধকারেই!০৪
কত ছেলে-বুড়ো- দুঃখে জরাজরো
দেখবার নেই কেউ,
দাপটে ধান্দাবাজ বিনষ্ট করে সমাজ
ওঠে মৃত্যুর ঢেউ!০৫
মা-বোন পণ্য জীবন নগন্য
সভ্য এ পৃথিবীতে,
(তাই) প্রেমে গোজা ফুল ঝরেও ব্যাকুল
কুমারীর করবীতে!০৬