শেষ শক্তি বিন্দু ঢেলে যাবো বন্ধু
সকলের কল্যাণে,
যদিও আপন নেই কোন জন
হবে তা আত্মদানে!০১
সোহাগী কবরী সেজেছে বাহারী
ফুলের ভালবাসায়,
সেই আনন্দ দিই নির্বন্ধ
সেবিকার চেতনায়!০২
মিলন বাসরে মুখখানি ভরে
বলেছিলেঃ এ জীবন-
ফোটাবে বৈভব আনন্দ-উৎসব
করবেই আয়োজন!০৩
স্বার্থের দ্বন্ধ ভাঙ্গবে না ছন্দ
পরার্থে এগিয়ে যাবো,
যা কিছু অর্জন করবোই অর্পন
পরহিতেই শান্তি পাবো!০৪
চলমান সময় ডাকে বিপর্যয়
আপনও কেউ নেই,
তাই নিজ সুখ বিলাবোই উন্মুখ
মানুষের সেবাতেই!০৫
খোঁপার এ ফুলে কবি-শিল্পী ভুলে
কাঙ্খিত সংসার,
এর যত সৌরভ ছড়াবেই গৌরব
বিমুগ্ধও চারিধার!০৬