বিদ্রোহী নজরুল
সাহিত্য অতুল
দিয়ে গেছে এ বাংলার মাটিতে,
কবি সুকান্ত
বড় অভ্রান্ত
নিজ সৃষ্ট দুর্জয় ঘাঁটিতে!০১
কবি জীবনানন্দ
আধুনিক ছন্দ
দিয়েছে কাব্যে রূপসী বনলতা,
কবি আঃ হাকিম
লিখেছে অসীম
নিবেদিত স্বদেশ প্রেমের কথা!০২
কবি জসিমুদ্দিন
পল্লী সমীচিন
লিখেছে নকসী কাঁথার মাঠ,
কবি মধুসুদন
অনন্য আয়োজন
করেছে কাব্যকে উন্নত ললাট!০৩
কবি রবি রায়
হৃদয়ে ঘুমায়
দিয়ে গেছে জীবনের নির্যাস,
সৃজনী সাহিত্যে
রমণীয় লালিত্যে
জাগ্রত আজো কালজয়ী ইতিহাস!০৪
কুসুম কুমারী, কামিনী রায়
সত্যেন্দ্রনাথ জাগ্রত কবিতায়
অবিনাশী তারা দেশে-বিদেশে,
সবারই আমি করি বন্দনা
করিও আকুল প্রার্থণা
আবার আসুক তারা মানুষকে ভালবেসে!০৫