প্রভুর কাছে প্রার্থণা করেছেন রবিরায়ঃ
“কান্তি আমার ক্ষমা করো প্রভু,”
পথের ক্লান্তি তার মুছে নেয় নি শান্তি-
বেদনাবিদ্ধ দীনতায় কবি তাঁকে ডেকেছেন তবু!
রৌদ্রজ্বালায় শুকিয়ে গেছে দিনের শেষে-
উজাড় করা ব্যথায় ভরা যত নিবেদন,
আজো পৌঁছে নি তা বহুকাঙ্খিত অভীষ্টে-
স্বার্থকও হয়নি তাই জীবনের আয়োজন!
নন্দিত কাননের বিকশিত সহাস্য ফুলগুলো-
ঝরে যায় বেদনায় যেন অনাঘ্রাতা কুমারী,
উতাল সাগর নিরন্তর কাঁপে থর্ থর্
শ্রমের ঘামে বিশেষ বিভ্রান্ত বাতাস ভারী!
ব্যাকুল ঝর্ণার আকুল মাতামাতি-
কখনো শুকিয়ে যায় তপ্ত মরুপথে,
ব্রতচারী প্রাণগুলো কুড়ায় পথের ধুলো
সাঁঝের কাকলি হারায় ব্যর্থ মনোরথে!
জীবনের সমাপ্তি ঘটে মরণের কোলে
অপূর্ণ জীবনেও পথের মাঝে তা আসবেই,
মলিন মুখে অতৃপ্ত সুখে ডোবে দিনের রবি
বলে তাই ঝরা শিউলি: ক্লান্তির ক্ষমা নেই!