চেতনার শাখে হৃদয়ের ফুল
গেঁথে দিলাম তোমার খোঁপায়,
তোমায় চিনে নিতে হয়নি তো ভুল
চিরদিন বেঁচে রবে চোখের তারায়!০১
প্রতিদিন ওঠে নূতন সূর্য
প্রতিদিন ফোটে সকাল,
প্রতিদিন পৃথিবী ভরাবে প্রাপ্তির প্রাচুর্য
প্রতিদিন ফুটবেও গোলাপ রক্তলাল!০২
রবিঠাকুরের “সন্ধ্যার মেঘমালা”-
তোমার মাঝে দেখি ভেসে ওঠে,
যার বৃষ্টির মিষ্টি মোছে অতৃপ্তির জ্বালা
মিলনের উত্তেজনায় জীবনকুঞ্জে ফুল ফোটে!০৩
মনে পড়ে নজরুলের “কবিতার বুলবুল”-
গেয়ে ওঠে যারা তোমাকে ঘিরে,
মিলানানন্দে মুক্ত পাখীরা ব্যাকুল
মিথুন আবেশে মিলিত এক নিরালা নীড়ে!০৪
তোমাকে পাবার মহাসুখে-
কেটে যাবে আমার সারাটি জীবন,
দূরে রয়ে যাবো এ আশা নিয়ে বুকে
পাবার অনুরাগে থাকবে মিলনের আয়োজন!০৫