অমৃতের সন্তান কখনো সুখ পায় না মরলোকে-
সুখের নিবাস ফেলে এসে
অসুখের অতলে মিশে
জাগতিক জ্বালায় সে অনিবার পোড়ে দুঃখ-শোকে!
চিরদিন পাশাপাশি থাকে আলো আর অন্ধকার-
অন্ধকার অন্ধ উদাসী
গ্রাসে আলো সর্বনাশী
আলোর চেয়েও তার শক্তি বেশী-ঢাকে চারিধার!
মায়ার সংসার সর্বত্র আহারে ও প্রহারে বিভক্ত-
প্রহার বেশী, আহার কম
সত্য কথাটি নির্মম,
কম থাকে ত্যাগে, ভোগে রোগ-দূর্যোগ পাকাপোক্ত!
“সুখ” কথাটি মায়াহরিণী-কখনো সে দেয়না ধরা-
প্রেমেও সুখ মেলেনা কোনদিন
শ্যামের প্রেমে রাধা বিরহে বিলীন
জনম কেটেছে অশ্রু-মলিন-জীবন্তেই যেন সে মরা!
ক্ষণস্থায়ী জীবন একদিন ঝরে যাবে অজান্তেই-
মানুষ চায় না দুঃখ-জ্বালা
গাঁথে আকাশ-কুসুমের মালা
তবু সুখ পায় না কেউ- কারণ কোথাও সুখ নেই!