কবিতার মন্দাকাল-কেউ কবিতা পড়েনা:
কথাটি অনেকেই বলেন-লিখে কি মুখে,
কিন্তু পাঠক-পাঠিকা কেন কবিতা পড়েন না-
সে কারন কি খুঁজেছি আমরা কবিতা পড়ার সুখে?
চলমান নষ্টকাল-মানুষের অপকর্মেই সৃষ্টি
সে কথা তাদের বোঝাতে হবে কবিতায়,
ক্ষুধা-কান্না জয়ে বিমল আনন্দ, মানুষের একান্ত কাম্য
তাই জীবনের সন্ধান দিতে হবে তাদের সৃজনী প্রতিভায়!
সবাই হিংস্র নয় তাই আজো আছে মানুষের হৃদয়
আর হৃদয়ের সূস্থ্য ও শিল্পীত উচ্চারনই কবিতা,
যার সার্বজনীন আবেদন গড়ে তোলে সবল মন
আর নান্দনিক সৌন্দর্যে বিকশিত মানবিক সভ্যতা!
তাই হৃদয় যদি প্রতিভাত হয় কবিতায়-
সৃজনশীলতা যদি ফুটে ওঠে জীবনের গন্ধে,
কাব্যের মৌচাকে তবেই বসবেন পাঠক-মৌমাছি
তবেই সাজবে জীবনের কাব্যবন কবিতার আনন্দে!
তা না হলে কবিতা কেউ-ই পড়বে না আর-
কীটে কাটবে কবিতা-কাঁদবেই কবিতা ক্রন্দশী,
এ মন্দাকাল কাটিয়ে মানুষ হবেও না সাহিত্যমুখী-
নষ্ট কালের মহানিশায় হাসবেও না কবিতার পূর্ণশশী!
কবিতা হবে জীবনমুখী হৃদয়ের আবেদনে-
পাঠক-সমাজ তবেই মুগ্ধ এমন সন্ধিক্ষণে!