বিশ্বখ্যাত কতিপয় কবি মহাপ্রাণ-
জন্মেছিলেন বনলতা সেন যেমন রূপসী বাংলায়-
কাব্যিক সৌন্দর্যের সঙ্গে সেবা-প্রেমও যার ছিল অফুরান,
কবিরাও মানবপ্রেমিক, অগ্রপথিক অনন্য প্রতিভায়!০১
সুকান্ত দুর্বৃত্তদের প্রামাণিক দেখিয়েছিলেন-
“বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি,”
তা শুধু প্রতিরোধে নয়, কাব্যিক প্রতিবাদও তুলেছেন
ক্ষুধিত-বঞ্চিতের প্রতি তাঁর সৌহার্দও ছিল পরিপাটি!০২
মানবতার বিজয়-ছন্দে বিদ্রোহী নজরুল-
সাম্যের গানে অপূর্ব আলোড়ন তুলেছিলেন দ্ব্যর্থহীন,
দ্রোহের ভাষায় বিশ্ব জেগেছিল অনিন্দ্য, অদম্য, অতুল
নিঃস্বপ্রাণ তুলেছে তুফান ভেঙ্গেছেও কারা-শৃঙ্খল, দুর্দিন!০৩
মানবপ্রেমিক রবিঠাকুরের ক্ষোভ “দুর্ভাগা দেশ”
কারন-এখানে মণি-মাণিক্য ফললেও তার কদর কম,
হীরা ফেলে কাঁচ আঁচলে বাঁধে জন্মান্ধ অনিমেষ
তাই পথের ধূলায় মাণিক লুটায়, দুঃখ অনুপম!০৪
এখানে কারো জুটেছে “পদাঘাত”, দেখেছেন “যুদ্ধ চারিদিকে”
কারো অকাট্য প্রশ্নঃ “জগৎ জুড়ে কি মার খাবে দূর্বল?”
কেউ “দুঃখের রক্তশিখা”য় অবিনাশী কাব্য গিয়েছেন লিখে
তবু বিদগ্ধ কবির বিমুগ্ধ চোখে ফোটে অশ্রুর শতদল!০৫