যে যত সৎ ও আদর্শবান
তার তত কম বন্ধু-বান্ধবী,
ধূলোয় লুটায় উৎসর্গিত ফুলের আত্মদান
পরাভোগে বিক্ষত তাই নিবেদিত কর্মী ও কবি!০১
পকেটের পয়সায় অনেকেই মিথ্যা কেনে
কিন্তু যাচিত সত্যকে তারা করে না গ্রহন,
অমিয় বাণীর শিরচ্ছেদ মহাত্মা নেয় না মেনে
নবজাতকের ঘরে দ্যাখে অপমৃত্যুর আয়োজন!০২
কপট মনে খলের চির বসবাস
সতীত্ব ফেলে সে সতীকেই ভোগ করতে চায়,
অর্থের লোভ ও যৌন সম্ভোগ ঢাকে যন্ত্রসভ্যের ইতিহাস
কালের দর্পনে প্রতিভাত যা বিদ্রোহের কবিতায়!০৩
সত্য-সুন্দরকে ভালবাসে না সমকাল
মিথ্যা তাই সত্যের অনাবিল সাধনা,
সুন্দরের ধর্ষণে সুন্দরী রক্তাক্ত-বেসামাল
লোভে-ভোগে বিস্তৃত সেই লেলিহান রসনা!০৪
যুগের মুখপাত্র মাত্র গুটিকয়
যারা নির্মাণ করে যায় যুগন্ধর কৃষ্টি ও কবিতা,
শঙ্কিত জীবনে তাদের সতত কাঁদায় মৃত্যুভয়
প্রেমহীন আবর্তে ডোবে তাই-বিরহ ব্যাকুল-বঞ্চিতা!০৫