ছোট ছোট কথা গড়ে আকুলতা
ক’জন ভাবে তা কখন?
ক্ষুধার মিছিল কাঁপায় নিখিল
বোঝেনা তা মহাজন!০১
সুতার বাহারি বুনায় শাড়ী
নন্দিনীর লজ্জা ঢাকে,
মৌমাছিদল মধুতে পাগল
বিন্দু বিন্দুু জমায় চাকে!০২
জগতের ফুল সুন্দর অতুল
নিজেকে বিলিয়ে দেয়,
তা দেখে মানুষ ফেরায় কি হুঁশ-
কি শিক্ষা তা থেকে নেয়?০৩
ধীরে ধীরে এ ধরা হচ্ছে জীয়ন্তে মরা
বোঝে না তা জীবশ্রেষ্ঠ,
নিজ পরিচয় ভুলে মনুষ্যত্ব নির্মূলে
উৎকৃষ্টই একালে নিকৃষ্ট!০৪
নিঃশব্দে মরণ কেড়ে নেবে জীবন
কেউ জানে না সে সময়,
(আসুন) মানুষের সেবা করি রাত্রিদিবা
প্রভুকেও তাই পাবো নিশ্চয়!০৫
সবার হৃদয়ে আমি ভিক্ষা চাই দামী
ফুলের মত মানবতা,
স্রষ্টার দিব্যপ্রেমে মাতুক সব বিশ্বধামে
কাব্যে ফোটে ঐশী বারতা!০৬