হিমেল হাওয়ার গাছের পাতায়
থরো থরো বেদনা
পুর্বাচলে রবির কিরণ
কেন মিছে আনমনা-
কেন বনের পাখীর গানে
বাজে যুগ যন্ত্রনা-
(শুধু) থরো থরো বেদনা!
শিউলি কেন পথের ধূলায়
অলি কেন সোনার খাঁচায়
পথিক কেন মরছে ঢুঁড়ে
মনের মানুষ হৃদয় খুঁড়ে
শ্রেষ্ঠ সৃষ্টির মানুষ তুমি
বুঝেও কেন বুঝোনা
মানবাত্মার অপমৃত্যু
দেখেও কেন দেখোনা
হীরে ফেলে কাঁচের টুক্রোয়
নিচ্ছো খুঁজে সান্তনা
গর্ব ভরা মানুষ সেজে
এই কি তোমার কল্পনা?
তাই তো যুগ যন্ত্রনা!!