অজ্ঞান প্রায় শোকার্ত নারীও
তার লজ্জা স্থান ঢাকে
ধর্ষিত চ্ছিন্ন কিশোরীও
দেখাতে চায় না তাকে,
নিজের ভাষাহীন দারিদ্র ঢাকে দীনহীন-
ক্ষুধার্তও গোপনে খোঁজে খাদ্য রাতদিন!০১
দরিদ্র আত্মীয় তার ধনী স্বজনকে
দেখাতে চায় না দারিদ্র
সন্তান হারা মা বুঝতে দেয় না
কতকাল সে অনিদ্র,
অকথ্য বৈধব্য ঢাকে দু:খিনী বিধবা-
কুমারীও বুঝতে দেওনা সে সন্তান-সম্ভবা!০২
লাঞ্ছিত-বঞ্চিত মানুষগুলো
ঢেকে রাখে লাঞ্ছনা-বঞ্চনা
শোষিত বিশাল জন গোষ্ঠি
গোপন রাখে শোষণ-যন্ত্রণা,
কৃষক-শ্রমিক গোপনে মোছে মাথার ঘাম-
রক্তাক্ত পথে লেখে না প্রেমিক তার নিজের নাম!০৩
বিদেশে গোপন রাখে মানুষ
স্বজনের বিরহ-ব্যথা
কোকিলের গানে বিরহ-বিধুরা
গোপন রাখে মনের কথা,
মনের মানুষ মনের গহীনে গোপনে ঘুমায়-
প্রসব-বেদনায় গোপনে কবি যতনে লিখে যায়!০৪