জেগে ওঠো দেশ            আজ অনিমেষ
             ভোরের এই প্রার্থণা
আমি আধমরা              কেঁদে হই সারা
             মুক্ত করো বঞ্চণা ! ০১

স্বাধীন এদেশে             শত্রুরা এসে
          খায় যে মুখের খাবার,
হে জন্মভুমি               বাধা দাও তুমি
          কান্না ওঠে চারিধার! ০২

কষ্টের ধন               মানিক রতন
           বঞ্চিতরা পায় না,
নয়নের জল             ঝরে অবিরল
         সূর্যও তা শুকায় না! ০৩

শোষিত মানুষ               নারীও পূরুষ
            তোমার করুণা চায়,
ছোট কি মহান              তোমারি সন্তান
          বাঁচে তোমারি ছায়ায়! ০৪

যদি নীরব থাকো           তা হলে মনে রাখো
             বাঁচবে না তো সন্তান,
তোমারি শক্তি              দিতে পারে মুক্তি
            দ্রুত হও যত্নবান! ০৫

সৎ বা মহৎ              আমার এ মত
         সবাই আছি ঐ কোলে,
রাখো সকলকে          ঐ আঁচলে ঢেকে
       বাঁচি সবাই একই বোলে! ০৬

বৌদ্ধ মুসলমান              হিন্দু খৃষ্টান
         তোমারই ছেলে ও মেয়ে,
আছেন পরম প্রভূ        তোমারি মুখে তবু
      (আজো) আছি সতৃষ্ণ চেয়ে! ০৭