মানুষ হয়ে জন্ম নিয়ে
মানুষ পরিচয় না দিয়ে
স্রষ্টাকে অনুক্ষণ করি অপমান,
জীববৈচিত্র্যে জীবশ্রেষ্ঠ
কেন হবে না উৎকৃষ্ট
পাশবিক গতিতে সে কেন বেগবান?০১
যদি না করি মানবিক কিছু
জন্মের ঋণ ডাকবেই পিছু
মনুষ্যত্বও প্রমত্ত লুটাবে ধূলায়,
বনের হিংস্র পশু-পাখী
ক্ষুব্ধ চোখে তাকায় দেখি-
নারী-নদী-নিসর্গও চলুক অবলীলায়!০২
চায়ঃ সাগর-বনানী-সুনীল
মানুষ হোক সুন্দর-সাবলীল
ফুলের দলে হোক মানবিক বিকাশ,
নিবেদিত যত সেবকবেত্তা-
জন্ম দিক যুগের নারীসত্বা
যারা লিখবেই সভ্যতার ইতিহাস!০৩
অমীমাংসিত যুগপঞ্জি
মুছক তারা, উঠুক গঞ্জি
সৃষ্টিতে সেবার বাণী হোক প্রচারিত,
বিশ্বপ্রেমে মানুষের গানে
জাগুক জনপদ কর্মীর ধ্যানে
মাতৃচোখে চেয়ে কাঁদে পদ্ম প্রস্ফুটিত!০৪