আবার যদি ফিরে পেতাম-
যৌবনের দোলা উত্তাল পংক্তির দিনগুলো
ধানের ডোলে বিড়ালের প্রসব-শক্তি
আবার যদি পেতাম প্রেমিকার রঙিন চিঠি
কর্মীর হাতিয়ারে তেজদীপ্তি অফুরান,
তবে বালুর মাঝে ফলাতাম মহামূল্যের মুক্তা
পৌষের হিমেল আবিলতায় ফোটাতাম
বৃষ্টিস্নাত রাশি রাশি ফুল।

আবার যদি ফিরে পেতাম-
রৌদ্রস্নাত অঘ্রানের ফসলের হাসিটুকু
বঙ্কিমদেহী নারীর স্নেহাতুর বহুদূর দৃষ্টি
যদি পেতাম আবার বাঁধভাঙ্গা জোয়ারের কলতান,
তবে স্রোতে ভাসা ফুল দিতাম মিলন-মালায়
ভাঙ্গা ঘরের দারিদ্রে হাসাতাম-
বেলকোনিতে ঝরা অবারিত জোছনা।

আবার যদি ফিরে পেতাম-
ঈগল-ডানার অপরিমেয় বিশ্বাস
জীবন্ত অগ্নিগিরির দুর্লঙ্ঘ উত্তেজনা,
তবে রং ধনুর সাত রঙে রাঙিয়ে দিতাম-
সবুজ গালিচার বৃন্তচ্যুত বিধবা ঘাসফুল।