ব্যথা থেকে আসে ব্যর্থতা
শ্রম থেকে আসে সাফল্য,
কালো থেকে আসে কদর্যতা
সাফল্য মন করে প্রফুল্ল!০১
বাঁচতে হলে সফলতা চাই
সফলতায় কুমারীর সাধনা,
আলস্যের ঘরে সাফল্য নাই
বিনয় ফোটায় প্রভূর প্রার্থণা!০২
জীবনটা বড়ই জটিল
অনেকাংশে তা দুর্বোধ্য কবিতা,
স্বপ্নের ঘোরে জীবনটা বর্ণিল
দুঃখ-শোকে তা অগ্নিচিতা!০৩
মিলন-বিরহ, আনন্দ-বেদনা
জীবনে আসেই পালাক্রমে,
সবকিছু ডুবায় মৃত্যু-যাতনা
ভ্রষ্টভাবনা আসে মতিভ্রমে!০৪
মানুষ মাত্রেই অভিনেতা
অভিনেত্রী জীবন নাটকে,
মুখে বললেও জীবন স্বাধীনচেতা
বাস্তবে তা বন্দি ফটকে!০৫
তারপরে জীবনে চাই
পরম প্রভূর ধ্যান,
পরমের প্রেমে কোন খাদ নাই
এটাই তো জানি শুদ্ধ জ্ঞান!০৬
ঐ শুদ্ধ জ্ঞানই জীবনে ফোটায়
সত্য ও সুন্দর অবিনাশী,
মনুষ্যত্ব সেখানেই পাওয়া যায়
সেখানেই জীবনের যত আনন্দ ও হাসি!০৭