সৌন্দর্যের সাথে মধু জমায়
ফুলের পরাগধানী
যার জন্য ফুল সবার প্রিয়
এই মাত্র জানি।০১
সৌন্দর্য ও মধু-দু’টোই থাকে
ফুলের বুকে জমা,
যার জন্য এ নন্দিত ফুলের
চাহিদা রমরমা।০২
মানুষের জীবন ও ফুলের মত
অবশ্যই সুন্দর,
তা ছাড়াও সে জীবশ্রেষ্ঠ
চাই-নির্মল অন্তর।০৩
ফুলের মধু ও শোভার মতই
মানুষের গুণাবলী,
সুকুমার বৃত্তি চর্চা করলেই
ফুটবে মানব কলি।০৪
জ্ঞানালোকে জ্বালাতে হবে
অন্ধকারে আলো,
তবেই সৎগুণ ফুটে উঠবে
সবার জন্যই ভালো।০৫
স্নেহ-ভালবাসা বিলোতে হবে
প্রেমহীন যত প্রাণে,
পরোপকারে জীবন সাজানো চাই
দরিদ্রকে দানে।০৬
জীবন উৎসর্গ করতে হবে
মানুষের সেবায়,
আর্ত-পীড়িতেও বাঁচাতে হবে
দয়া-ভালবাসায়।০৭
অন্য গুণাবলীর ও বিকাশ চাই
একটি গুণ নয় শুধু,
তবেই পরিপূর্ণ ভ’রে উঠবে
এই জীবনের মধু।০৮
পরমপ্রভূ জগতের স্বামী
সুন্দর সুমহান,
মধুময় প্রার্থণাই সবাই করুক
এটাই তিনি চান। ০৯
তবেই জীবনে বিকশিত হবে
মানুষের মহত্ব,
মধুপূর্ণ জীবনেই ফোটে
দুর্লভ মনুষ্যত্ব। ১০