ভালবাসা মানুষকে কষ্ট দেয়
তবুও মানুষ ভালবাসায় ভোলে,
জল জীবনকে বাঁচায় আবার তা কেড়েও নেয়
প্রসব-বেদনা শেষে মা শিশু পায় কোলে!০১

আকাশের সব নক্ষত্র নয়তো দৃশ্যমান
অজ্ঞানের অন্ধকারে থাকে দুঃখ-বেদনা,
অজ্ঞানকে জয় করেছে আধুনিক বিজ্ঞান
অন্ধকার কান্নায় হাসি ফোটায় রাতের জোছনা।০২

কামিনী-কাঞ্চন ছাড়া জীবন অচল
অথচ এ দুটোই সকল দুঃখের মূল,
দুঃখজয়ে মানুষ হারায় সঞ্চিত সম্বল
জীবন ভরে তাকে দিতে হয় তাই ভুলের মাশুল!০৩

কিছুটা হলেও সফলতা আসে জীবনে
তার জন্য প্রয়োজন নিরলস সাধনা,
প্রতিপত্তি-বৈভবে মানুষ ভয় পায়না মরণে
পরমের ধ্যানে মানুষ কমই করে প্রার্থণা!০৪

জীবনের মধু-হলোঃ সহজাত মনুষ্যত্ব
যা বর্জনে মানুষ পাশবিক ব’নে যায়,
জীবনের বেলা ভূমিতে চাই মহতের কৃতিত্ব
মানুষ নাম স্বার্থক হয় সব সৃষ্টির সেবায়!০৫