ফুলের মেলায় ডেকেছো আমায়
অলি গুঞ্জনে,
পাখীদের সুরে নদী তীরে ঘুরে
সন্ধ্যে লগনে!০১
দুই হাতে নিলে রজনীগন্ধা
ভালবাসো তুমি,
আমি নিলাম বাঁশের বাঁশী খানি
চায় মনোভূমি!০২
চলেছি দু’জন জীবনের পথে
জানি না ঠিকানা,
ঝর্ণার ধারে সাগর কিনারে-
পেতেছি বিছানা!০৩
আকাশের তারা চায় দিশেহারা
বুঝিনি চাওয়া,
ঘাটের মাঝি চলে মলিন মুখে
মেটেনি পাওয়া!০৪
এক পা দুই পা এগোয় জীবন
যাবো কতদূর?
ফুলের গন্ধে ঝরে পুরাতন
বাঁশরীর সুর!০৫