কবি হলে আমি লিখেই যেতাম
                       জীবন-কাহিনী,
      বিষ গ্নাসী হলে মুছেও নিতাম
                      ব্যথার রাগিনী!০১

        সুরের সাধক যদিবা হতাম
                       গাইতাম গান,
        সাগরের টানে কন্ঠে নিতাম
                       নদী কলতান!০২

     ফুল যদি হতাম গাছের ডালে
                     হাসাতাম অলি,
    অলি যদি হতাম বনের কোলে
                    ফোটাতাম কলি!০৩

ছোট ছোট কথা ছোট ছোট প্রাণে
                    ছোট থেকে বড়,
   আকাশের গায় চাঁদ বেড়ে ওঠে
                      কলাতে সুদৃঢ়!০৪

  চোখে জল ঝরে তবু মুখে হাসি
                       চাই নিবেদন,
পাশে তুমি আছো তাই করি আজ
                     এই আয়োজন!০৫