জীবন যুদ্ধে লড়তে হলে
সঠিক অস্ত্র চাই,
প্রয়োজন তাই সুস্থ্য দেহ-মন
বিকল্প তার নাই।

সূস্থ্য দেহেই সবল মন
টিকেও থাকে জীবনে,
ধৈর্য্য ও মনোবল শ্রেষ্ঠ অস্ত্র
যুদ্ধের আয়োজনে।

বাঁচতে হলে লড়তেই হবে
জীবনের পথে পথে,
স্থিরলক্ষ্যে এগোতেই হবে
দীপ্ত মনোরথে।

জীবনে চাই মুক্ত চিন্তার
উম্মুক্ত শুভ বুদ্ধি,
তবেই জীবনে প্রতীষ্ঠা আসবে
চিত্তও হবে শুদ্ধি।

মুক্ত চিন্তার সূস্থ্য মানুষ
শ্রেষ্ঠ এক সম্পদ,
যার ভয়ে ভয়ে সুদুরে পালায়
সকল আপদ-বিপদ।

মনুষ্যত্ব হলো আরেকটি অস্ত্র
এই যুদ্ধে দরকারী,
তা না হলে মানবিক সত্বা
থাকবেই অনাহারী।

এমন সাজেই সজ্জিত হয়ে
আসুন, করি জীবন যুদ্ধ,
এতে সমাজটাও সচল রবে
জয়-বিজয়ও অনিরুদ্ধ।