“যেওনা, যেওনা ফিরে”
অনুরোধ রেখেছিলাম বিদায় বেলায়,
আজো নির্জনে অশ্রু ঝরে নদীতীরে
আজো কাকলী হৃদয় ছুঁয়ে যায় সাঁঝের মায়ায়!
সেদিন কথা দিয়েছিলে তুমি-
আবার হবে দেখা, এটাই শেষ দেখা নয়,
বিরহে দ্রোহে, কেঁপে ওঠে আমার মনোভূমি
তোমার চিত্রপট চিত্তে ঘটায় বিপর্যয়!
আজো তোমার মিষ্টি হাসি দেখি-
অন্ধকারে এক নাগারে বৃষ্টির শব্দের মতন
আজো কথা বলে তোমার সে হাতের রাখী
আজো বাতাসে ভাসে সে বিরহী পাখীর ক্রন্দন!
কোন শুভক্ষণে তুমি জীবনে এসেছিলে-জানি না
অভিমানে বনে বনে ঝরে যায় কত শত ফুল,
তুমি ছাড়া অবুঝ হৃদয়ে প্রেমও আমি খুঁজি না-
তোমাকে নজরুল সঙ্গীতে পাই- “কবিতার বুলবুল!”
প্রথম লাইনটি শোনায়- রবীন্দ্র সঙ্গীত
গানের আবেদনে তোমার সঙ্গসুধা চেয়েছি মাত্র,
রবীন্দ্র-নজরুল শ্রেষ্ঠ সাধনার অবিনাশী প্রেক্ষিত
যেখানে আমি এক অপাংক্তেয়, অযোগ্য পাত্র!