অগীত গানের অসহ বেদনায় কাতরায়
বুলেট বিদ্ধ পাখী
নির্ঘুম দুটো আঁখি-
ফানুসের গভীরে মানুষ খোঁজে যাতনায়!০১
ফুলদানীতে নিহত সজ্জিত ঐ ফুল
ভালবাসা বুকে নিয়ে
সতত যায় শুকিয়ে-
সভ্য মানুষ তবুও করি নির্ভুল ভুল!০২
সদ্য স্নাতা একজন কুমারী সুন্দরী
দৃষ্টিতে সত্য ফোটায়
সৌন্দর্যে উছলায়
অবিনাশী রূপ বৈভব- সর্বাঙ্গ ভরি!০৩
কবিতায় বর্ণিত সত্য আর সুন্দরে
যদি ধর্ষকের পায়
মিথ্যাই সব লুটায়-
তবে তারা নির্বাসনে কাঁদে রক্তাক্ত অন্তরে!০৪
প্রতি নিয়ত জীবন ডোবে মরণের পায়ে
অধিকাংশই দেখিনা
যাও দেখি তাও বুঝি না-
ক্ষোভে গর্জে ওঠে বজ্রবাণী নীলিমার গায়ে!০৫
মিথ্যাকে ঠেলে সত্যবাণী সুন্দরে প্রকাশ,
ইতিহাসে আমি কি শিখেছি-শুধায় ইতিহাস!০৬