মেঘের কোলে চাঁদের হাসি
বিধবার বাসর ভাসায় আনন্দে
বৈতালে বাজে মর্মের নূপুর
দিগন্ত আমোদিত ললিত ছন্দে,
অনিন্দ্য ধ্বনি ওঠে মনের ভেতর-
হে অমিয় সুন্দর!০১
মৌমাছিদল আনন্দে নাচে
ফুলে ফুলে উড়ে উড়ে
মধুভরা পরাগধানী
উছলি ওঠে ফাল্গুনী সুরে,
কোকিল অখিল কাঁপায় সুরের যাদুকর-
হে অমিয় সুন্দর!০২
পাহাড়ী মেয়ে ঝর্ণা চঞ্চল
উচ্ছল ছোটে সাগর পানে
নিসর্গ ললনা বিমুগ্ধ আজ
জল-বায়ূর সাম্যের গানে,
তাপবহ্নি ভাসায় শ্রাবণ মেঘ ঝরঝর-
হে অমিয় সুন্দর!০৩
বোশেখে ফুটেছে কদম সাঁঝের আঙিনায়-
মায়ার কাকলী মিলন বাসরে হাসে কবিতায়!০৪