শিশু কালে মায়ের কোলে বসে
শুনেছি তোমার গুণগান
আজ মাতৃহীন শুনি রাত্রিদিন
অনন্ত মহিমা তোমারই মহান,
আমার কন্ঠে তোমার বাণী ফুটুক নিরন্তর-
হে অমিয় সুন্দর!০১
দুরন্ত কৈশোরে দেখেছি দিগন্ত জুড়ে
প্রিয়ার সান্নিধ্যে অপরূপ শোভা
নবান্নে বিস্তৃত সজ্জিত উঠোনে
ফুটেছে তোমার কান্তি মনোলোভা,
জীবনের মৌবনে ঝরে সুধা নির্ঝর-
হে অমিয় সুন্দর!০২
যৌবন নিকুঞ্জের পাখীর গানে
শুনেছি তোমার মাধুর্যের সঙ্গীত
মনের মানসী জীবনকে সাজালো
বিমল আনন্দের প্রেক্ষিত,
মাহেন্দ্রক্ষণ জেগেছে শুভ্র মনোহর-
হে অমিয় সুন্দর!০৩
অকালে সোনালী সকাল হাসে দীপ্যমান-
ফুলের গন্ধে ভেসে যায় বেদনার গান!০৪