আজ জীবনের অপরাহ্নে এসে
দেখি-শৈশব, কৈশোর, যৌবন
তোমার রমণীয় দানে বিমুগ্ধ
চায়ও সান্নিধ্যে নীবিড় সমর্পন,
আত্মনিবদনে ফুল জাগায় অন্দর-
হে অমিয় সুন্দর!০১
নিসর্গের মাঝেই স্বর্গ সুখ
ছড়ায় যেন তোমারই গৌরব
তোমার মহাদানের প্রাচুর্য
যোগায় বার্ধক্যে যৌবনের উৎসব,
মৃত্যুর সঙ্গীতে শুনি মধুর কন্ঠস্বর-
হে অমিয় সুন্দর!০২
বিদায় বেলার বিষাদ বিধুরে
বাজে মিলনের অমৃত মাধুরী
বেদনার ঘরে আনন্দ জোয়ার
উঠে আসে হৃদয় খুুঁড়ি,
নির্জীবকে সজীব করে সুফলা প্রান্তর-
হে অমিয় সুন্দর!০৩
অপয়া ঠেলে আজ বিজয়া প্রাণ খুলে হাসে-
দারিদ্রে ফোটে ঐশ্বর্য রুদ্রের বিশ্বাসে!০৪