কান্নার আনন্দে জীবনের হাসি
বীরোত্তমের মুখে ফোটেঃ ভালবাসি
অঙ্গাঙ্গী দুঃখ-সুখ
জুড়ে থাকে বুক
কষ্টের চাবুক
স’য়েও জীবন ধন্য-
তিলে তিলে অর্জনে যা তিলে তিলে অনন্য!০১
তাই এই জীবনের যত ঋণ
মৃত্যুতে যেন শোধ না হয় কোনদিন
ক্ষণিকের জীবন
সাধনার ধন
ভাবোরে মন
যা করণীয়-
মৃত্যুর পরে সবার অন্তরে থেকো তুমি প্রিয়!০২
ক্ষণিকের হলেও জীবন সুদুর্লভ
সবার গভীরে সমাসীন হৃদয়-বল্লভ
মানো তাকে স্বামী
অন্তর্যামী
বিপথগামী
হয়োনা কভূ-
কান্নার্ত জীবনে সহাস্যে বিরাজে বিশ্বপ্রভূ!০৩