সন্তানের আজন্ম বঞ্চনায় মা বঞ্চিত
তাই নিজেকেই নিজে ঠকিয়েছো তুমি,
গণমানুষের মুক্তির দাবী নজরুলে ছিল সঞ্চিত
তুমি দাওনি ব’লে জনপদ হারিয়েছে তা-জন্মভূমি!০১
কবির বাণী সত্য, মহিমা সুন্দর
বাস্তবজীবনে তা প্রয়োগোপযোগী,
নিসর্গের সন্তান চেনে অন্তরের বন্দর
জনকল্যাণেই কবিমুগ্ধ-জানে ভুক্তভোগী!০২
ব্রতচারিণীর নিরলস সাধনায় সতত চলে-
কবি মহাপ্রাণের আবিশ্ব অতুল আত্মদান,
নূতনের বাণী সে জাগায় সবারই মর্মতলে
সভ্যতার মঞ্চে ওঠে মানব-মুক্তির গান!০৩
সমস্ত জেনে শুনেও ভুল করেছো-অভাগা দেশ
অক্ষত ক্ষত থেকে রক্ত ঝরায় নজরুলী-বঞ্চনা,
তাই সূর্যের সাথে ধুলায় লুটিয়েছে সবিশেষ
চির লাঞ্চিত মায়ের কান্নায় ভাসে সন্তানের লাঞ্ছনা!০৪