হায় অভাগা দেশ!
বিশ্ব চেনে তোমায় বিমুগ্ধ জননী
অথচ রত্মগর্ভা হয়েও রত্ম চেনোনি
সন্তানকে করোনি বিশ্বশ্রেষ্ঠ অসীম অনিমেষ!!০১
হায় অভাগা দেশ!
বিশ্বখ্যাত মহাকবি মহাপ্রাণ-
কবি নজরুল জন্মেছিল বাড়াতে সম্মান
অথচ তার মহাদান দৈন্যে বন্দি রেখেছিলে বিশেষ!!০২
হায় অভাগা দেশ!
দুরারোগ্য ব্যাধিতে পঙ্গু করে
রেখেছিলে তাকে জীয়ন্তে মেরে
রোগে-শোকে-অনাদরে স্বস্তির ঘটেনি উন্মেষ!!০৩
হায় অভাগা দেশ!
নজরুলের সমান আর কতজনে-
তোমায় গর্বিত বানিয়েছে বিশ্বভূবনে?
অথচ সে জীবনও ব্যর্থ বানালে বঞ্চনায় অশেষ!!০৪