পোড়ো-প্রাসাদ যতই ঢাকুক শ্যামল আবরণ
কিন্তু অন্তরে তার প্রাচীন ইচ্ছা খেলা করে,
মনের গোপন কথা চেপে ওঠে গীটারে গুঞ্জন
প্রকৃতির শক্তিতেই গাছে ফুল-ফল ধরে!০১
গ্রীণ হাউসে অসহায় নারীরা বিকোয়
ভেতরে থাকে তাদের জীবনের প্রতি ঘৃণা,
রাতের পূর্ণিমা কিন্তু সবার অঙ্গই ছোঁয়
অন্তঃস্থ যন্ত্রণা ঢেকেই বেজে ওঠে বীণা! ০২
সুরে-ছন্দে গেয়েছেন কবি নজরুলঃ
“তুমি শুনিতে চেওনা আমার মনের কথা”,
সমূদ্রের গানে মেতেই ছোটে ঝর্ণাটি ব্যাকুল
ঐ গানে ও গতিতেই ফোটে নিভৃত অস্থিরতা!০৩
সত্য কথাটি সুরে গেয়েছেন রবিঠাকুরঃ
“গোপন কথাটি রবে না গোপন”,
মনের মানুষ মনেই থাকে-নয়তো বহুদূর
সুপ্ত দ্রোহই বাস্তবে ঘটায় গণবিষ্ফোরণ!০৪
ডোমের অস্ত্র চলে মরদেহে ক্ষমাহীন
ভেতরে তার মানব-মন কেঁদে ওঠে,
সখাকে ভালোবেসে সব সখিই স্বাধীন
তবু অধীনতার কিছু গ্লানি হাসি মুখে ফোটে!০৫