জীবনের কালো দুরে ঠেলে
এসো হই সুন্দর,
জীবনটা চাই সুন্দরে ভরা
সন্দুর চাই অন্তর।

চিন্তা-ভাবনায় সুন্দর হবো
সুন্দর চলা-ফেরায়,
স্বভাবে ও সুন্দর হ’তে হবে
সুন্দর কথা-বার্তায়।

পৃথিবীটা বড়ই সুন্দর
সুন্দর নদী ও বাতাস,
বনভূমিও সুন্দর দেখি
সুন্দর যে নীলাকাশ।

সুন্দর হবো জ্ঞান-গরিমায়
সুন্দর বিদ্যা অর্জনে,
সুন্দর গড়বো জীবনের পথ
সুন্দর মিথ্যা বর্জনে।

সুন্দর হলো মাথার মুকুট
সুন্দর চোখের মণি,
সুন্দর মা’য়ের ভালবাসা
সুন্দর সোনার খনি।

সুন্দর হতে হবে ব্যবহারে
সুন্দর কাজে-কর্মে,
সুন্দর হবো স্নেহ ও প্রেমে
সুন্দর নিজ ধর্মে।

সৃষ্টিকর্তা পরম প্রভূ
(তিনি) সুন্দর সব সময়
সেই কারনেই সুন্দর হবো
নেই কোন সংশয়।