চাতকের ডানায় খুঁজে ফিরি মেঘ
নিদাঘে অবরুদ্ধ দগ্ধ কুঞ্জে
খরার দেশে মরি হাহুতাশে
বিক্ষোভে পোড়েও মন যে,
বহ্নিক্লিষ্ট জনপদে রুদ্ধশ্বাস দুর্বহ-
দাবদাহ দুঃসহ!০১
হাহারবে সবে উর্ধে তাকায়
গাছপালা কীটপতঙ্গ পশুপাখী
লতাপল্লব হারিয়েছে সবুজের বৈভব
প্রাণটাই এখন যেতে বাঁকী,
নদনদী বিল সহ পোড়েও নিখিল নির্মোহ-
দাবদাহ দুঃসহ!০২
জলে স্থলে কি সুদূর নভোমন্ডলে
ধ্বংসের অগ্নি চিতা জ্বলে দাউ দাউ
সজল জনপদ ঘিরে কত আপদ-বিপদ
পুড়িয়ে মারে সবার জীবনটাও,
প্রেমিকার মাধুরী পোড়ায় অগ্নিজ বিরহ-
দাবদাহ দুঃসহ!০৩
জ্ঞানীগুণী সুখী দুখী ধ্যানী
খরায় আধমরা আবালবৃদ্ধবণিতা
দারিদ্রের দহনের চেয়েও বেশী অগ্নিতাপ
মধুহীন গুঞ্জনেও ফোটে দাবদাহের কবিতা,
তিনভাগ জলে ধোও প্রভূ এক ভাগের অঙ্গদাহ-
দাবদাহ দুঃসহ!০৪
হা প্রভূ পরম করুণাময়!
মানুষ তো মানুষ নেই আজ
জীবশ্রেষ্ঠ ব’নে গেছে চরম নিকৃষ্ট
পাশবিক হিংস্রতায় গরিষ্ঠেই তো ধান্দাবাজ,
তবু জীববৈচিত্র্যের মোছ এ অগ্নিজ্বালা অহরহ-
দাবদাহ দুঃসহ!০৫