দুরে আছো তুমি সেও ভাল কথা
কাছে এলে ভুল,
দেহে দেহে কাম, মনে মনে প্রেম
ঢেলে যায় ফুল!০১
ফুল কাছে পেলে টেনে ছিঁড়ি সব
হারায় তা শোভা,
তখন সে ফুলে থাকে না সুবাস
লোটে মনোলোভা!০২
দেহজ মিলনে প্রেমে কলঙ্ক
প্রেমিক উক্তি,
প্রেম-ভালবাসা নিকষিত হেম
অজেয় শক্তি!০৩
কাম হলো লোহা আর প্রেম সোনা
ভাবুকেরা বলে,
লোহায় মরিচা ধরে খ’সে পড়ে
ডোবে তা অতলে!০৪
প্রেমকে স্বর্ণ বলে মহামতি
অশেষ জনম,
তাই কাম নয়-প্রেমই বিজয়ী
থাকে দুর্দম!০৫