সত্য সইতে পারে না সমকাল
মিথ্যায় বেষ্টিত জনজীবন,
মনুষ্যত্বহীন মানুষ জঞ্জাল
কালিহীন কলমে গড়ে আবাসন!০১
বিনষ্ট এ কাল মিথ্যেয় ভরা
সত্য বিক্ষত গণধর্ষণে,
সুন্দরে লেগেছে মড়ক-জরা
বিবেকবান হারাচ্ছে পাথর-দর্শনে!০২
ন্যায়ের মেরুদন্ডে অন্যায়ের বাস
সুবিচারে তাই সুবাতাস বহে না,
মৌসুমী বায়ূ শুধু করে হাহুতাশ
দগ্ধকুঞ্জে তাই বৃষ্টি ঝরে না!০৩
বন্দি জীবন পরাধীন রমণীর
পায় না স্বাধীন সূর্যের দীপ্তি,
বয়স বাড়ছে ঠিকই প্রাচীন পৃথিবীর
দ্রাক্ষারসে কিন্তু হতাশে ভাসে মানুষের অতৃপ্তি!০৪
সবাই সুখ চায়, চায় ভালবাসা
কিন্তু মিথ্যের রাজত্বে তা দুস্প্রাপ্য ও অচিন,
সেবাদাসীর সামনে দোদুল সুখ অযথা তামাসা
বিশ্বকে কাঁদায় চিরদিন অমানুষ কি বিবেকহীন!০৫