মাছ যেমন ঝাঁকে চলে
দুঃখ তেমন সদল বলে
ঘিরে ফেলে কর্মব্যস্ত মানুষের জীবন,
মানুষ তখন নিরুপায়
দুঃখ মাঝে নিঃস্ব হারায়
অভীষ্ট মিলায় রাহুগ্রাসে সূর্যকিরণ!
শুধুই সুখের সন্ধানে
মানুষ ছোটে সকল স্থানে
দীপ্ত প্রাণে জীবন দানে সুখ খুঁজে বেড়ায়,
সুখের চেয়ে দুঃখ বেশী
রক্ত ঝরায় সর্বগ্রাসী
দৈত্যমুখে কপট হাসি জীবনকে কাঁদায়!
নারীর প্রেমে শান্তি চেয়ে
অশ্রু-ঘামে উঠে নেয়ে
মানুষ চলে নৌকা বেয়ে তপ্ত মরুর পথে,
একটি দুঃখ জিনে নিলে
হাজার দুঃখ থাবা মেলে
আস্ত গিলে সমন্ত সুখ ভর্তি মনোরথে!
সুখ কখনো একা এলেও, দুঃখ একা আসে না,
হাজার দুঃখে বিক্ষত প্রাণ সুখ তো চোখে দেখে না!