মানুষ স্বভাবতঃ সন্ত্রাসী ষড়যস্ত্র করে যায়
অতি কৌশলে, সাবধানে ও সংগোপনে,
তারপরেও বাতাসের গতিতে প্রকাশিত সব
মুখরা নিন্দুকের কলঙ্কিত অঙ্গনে!
যত গোপনেই মানুষ অপরাধ করুক
কিন্তু তার শাস্তি হবেই প্রকাশ্যে,
অপরাধ আড়ালের যত কৌশলই হোক
আলোতে ফুটবেই তা কর্মে আর ভাষ্যে!
জন্মগত ভাবে মানুষ পাশবিক নয়
লোভ ও সঙ্গদোষে সে ব’নে যায় পাশবিক,
কুপথের-বিপথের কাঁটা রক্তাক্ত করবেই
মনুষত্বের অপমৃত্যুর অভিশাপ মর্মান্তিক!
তারপরেও মানুষ অপরাধ করে নির্দ্বিধায়
বায়ূ-নদী-পাখী-ফুল নিসর্গের গতিতে চলে,
জীবশ্রেষ্ঠ হয়েও সে বোঝে না মানবিক পতন
শান্তি প্রিয় কল্যানী তখন সত্য রক্ষায় কথা বলে!
কলঙ্কিত মনের পাশেই থাকে মানুষের শুভ্র মন
যা আগ্রাসী দোষীকে প্রকাশ্যে বাইরে আনে,
পাপক্লিষ্ট প্রাণ পিষ্ট হয় নিয়মের যাতাকলে
পরম প্রভুর পরমত্ব বিরাজে সমভাবে সবখানে!