দুর্বৃত্ত মশা রক্ত খায়
কৌশলীর রক্তে নিজেই কৌশলী,
নির্মম বুলেটও রক্ত চায়
দাবদাহে টলে কুসুম কলি!০১

দিনের মাছি রাতে ঘোরে
ভীত-সন্ত্রস্থ নিশাচর,
মরণ ব্যাধি প্রেমের ডোরে
কাঁপায় প্রাসাদ জীবন ভর!০২

হায়েনা ছোবল মোছে নবান্ন
স্বপ্ন বিভোর ফুল-কুমারী,
মোরগ সেবায় শেয়াল বদান্য
মধুর হাড়ি শ্বশুড় বাড়ী!০৩

নদীর বুকে ফসল চাষ
ব্যাকুল তৃষ্ণা দেখে না কেউ,
ফড়িং খোঁজে কচি ঘাস
অভাগী গোনে দুঃখের ঢেউ!০৪

ঝরাফুলে যত বিধবার হাসি
অজ্ঞকেও বিজ্ঞ বানায় ঋদ্ধ রমণী,
বেসুরে বাজে শ্যামের বাঁশী
শোকে-দুঃখেও অটল চলিষ্ণু ধরণী!০৫