কাকের বাসায় কোকিলের বেড়ে ওঠা
কাক কালো কোকিলও কালো,
কালোয় কালোয় বাধে ভালো ল্যাঠা
সাদার গভীরে সাদা মিলায় জোরালো!০১

কলি ফুটলেই অলি আসে
অলির চুম্বনে হেসে ওঠে ফুল,
মক্ষী মুগ্ধ ফুলের মধুমাসে
কলাগাছে বাড়ে হাতের ফোলা আঙুল!০২

মরা ডালেও চমক জাগায়-
চলমান যুগের খেয়ালী বাতাস,
রাতের বেদনা ফোটে নীলের তারায়
কাঁটাবনে ঝরে যত ফুলের দীর্ঘশ্বাস!০৩

উটপাখীর বৃহৎ রাক্ষুসে পেটে-
চলে না রাজহাঁসের দুগ্ধপান,
ঘামের ফোঁটায় শ্রমের আয়না ফোটে
সমূদ্র গর্জনে কাঁপে নদীর কলতান!০৪

গোলাপ-দল ঝরায় রক্তচিহ্ন
ভ্রাতা-পিতা ও অবিশ্বাসী ধর্ষিতার চোখে,
পতিতার ঠিকানা ভেঙ্গে পড়ে জীর্ণ
কোবিদ-প্রাণ বিনিদ্র প্রহরী আনন্দলোকে!০৫