মুমূর্ষু মানুষ চায় বিমুক্তির প্রশান্তি
অসাম্যের সভ্যতা চায় ভোগ্য প্রগতির প্রাপ্তি।
খন্ডিত হৃৎপিন্ড চায় অখন্ডিত উদ্দাম
নির্ঘুম রাত্রি চায় সুশান্ত আবেশ অবিরাম।
অগ্নিস্নাত অগ্নিগিরি চায় হিমেল শৈত্য মাটি
বিবর্ণ অর্পনা চায় সুবর্ণ পল্লবটি খাঁটি।
ক্ষুধার্ত ভয়ার্ত চায় সুষম বন্টন
নির্বাসিত সত্যটি চায় শাশ্বত বন্ধন।
বিক্ষত অঙ্গটি চায় অক্ষত প্রলেপ
উদ্দীপ্ত প্রাণটি ঠেলে বিষাক্ত আক্ষেপ।
মধ্যাহ্ন দুপুর চায় সুসিক্ত কদম
মৌসুমী ফুলগুলি চায় ঋতুরাজের সঙ্গম।
সুন্দর সাধনা চায় না দৈত্যের দুঃসাহস
সুবর্ণা স্বাপ্নিক ঠেলে জীবনের অকাম্য ধস।
জল চায় আজীবন বহ্নি ক্লিষ্ট চাতকী
নিঃশব্দ শ্মশানে সশব্দ জীবন দিতে চায় উঁকি।