ছোট ছোট কথার বড় বড় গুণ
বেশী কথা হয়ে যায় পরদেশী,
ছোট মৌমাছির বিশাল মহিমা
মধুর মাধুর্যে ফোটে কমবেশী!০১
ছোট ঝর্ণা চঞ্চলা মেয়ে
বড় সাগারের দিকে ছোটে,
ছোট পাখীতে বড় পাখী ঘুমায়
ছোট ছোট গাছে সুন্দর ফুল ফোটে!০২
ছোট নদী এঁকে বেঁকে চলে
বহিয়ে দেয় বিশাল নদী,
ছোট ছোট বৃষ্টি বিন্দু
বড় বড় জলাসয় ভরায় নিরবধি!০৩
ছোট বালুকণা গড়ে মহাদেশ
বিন্দু থেকেই হয়ে যায় সিন্ধু,
ছোট ছোট প্রাণের বড় বড় কীর্তি
মৈত্রীতে গড়ে– তোলে পরম বন্ধু!০৪
বিশ্বের যত মহীয়ান-মহামতি
ছোট থেকেই বড় হয়েছে সবাই,
মৃত্যুর প্রয়োজনে জীবন বড় হলেও
জন্মের প্রয়োজনে ছোট হওয়া চাই!০৫