সত্য ও সুন্দরই সর্বত্র চিরবিজয়ী
পরমপ্রভু ও তাই
তিনি ছাড়া সত্য নাই
সুন্দরও অনাদিকালের কন্যা জ্যোতির্ময়ী!০১
জগৎ সৃষ্টির মূলেও সত্য-সুন্দর
সত্যের অঙ্গে সুন্দর শোভা
সৃষ্টির সব তাই মনোলোভা
দিবারাত্রি চলে যাত্রী পায়ও বিমুগ্ধ অন্তর!০২
সত্য থেকে এসে মানুষের সুন্দর জন্ম
থাকে কিছুকাল সৃষ্টিতে
সব ভুলে পাপ দৃষ্টিতে
জন্মকেও ভুলে ডুবায় কেউ মানবিক কর্ম!০৩
সত্য-সুন্দরেই উন্মোচিত কবিতার দিগন্ত
কাব্য-মাধুর্যে কবিতা-কুমারী
বাস্তবে এগোয় আলোর দিশারী
মুছে আঁখি-বারি আজন্ম মুগ্ধ অসীম অনন্ত!০৪
তারপরেও সত্য-সুন্দর সত্যই চিরকাল
শাশ্বত গতিতে চলে তারা
হৃদয়ে বহায় ফল্গুধারা
জ্ঞানী-গুণী দিশেহারা সরায় জঞ্জাল!০৫
নিষ্পাপের মণিকোঠায় তাদের বসবাস
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
নারী প্রেমেও আছে প্রিয়ন্ত
আদিগন্ত প্রাণান্ত বাঙময়ী সভ্যতার ইতিহাস!০৬