যত দূরে যাও তবু মনে রেখো
পাশে রবো আমি,
নদী বয়ে চলে সাগরের টানে
পাশে পায় স্বামী!০১
চাঁদখানি হাসে নীলিমার কোলে
মাধুরী জাগায়,
সূর্যের প্রেমে সুখী বনবীথি
বলে ইশারায়!০২
তুমি আমি আছি চির প্রেমডোরে
গলাগলি থাকি,
হৃদয়-আকুতি জমাই গভীরে
বুকে প্রেম ঢাকি!০৩
কলি ফোটে ফুলে-তেমনি আবেগে
লেখায় কবিতা,
প্রেমের অমিয় প্রাণে প্রাণে রেখে
সুখী সঞ্চিতা!০৪
যদি কোন দিন আমি দুরে যাই
খুঁজো নিজ মনে,
গানের পাখীরা মিলন সোহাগে
সাথী পায় বনে!০৫