রবীন্দ্র কাব্যে পড়েছি:
“সত্য যে কঠিন,”
তাই কঠিনকে জানার চেষ্টা করেছি
সত্যের অঙ্গে হাসে বাস্তব সূর্য সমীচিন!০১
জটিল জীবনের কুটিল পথে
সতত দাঁড়াতে হয় সত্যের মুখোমুখী,
জীবন এগোয় না স্বপ্নের সাজানো রথে
কাঠিন্যেই মুক্তির পথ খোঁজে তাই জনম-দুঃখী!০২
দারিদ্র্যের সুকঠিন সাধনায়
নজরুলের কন্ঠে ঝরেছে অশনি জ্বালা,
বিধবার হাসিতে ফুল ঝরে দাহিকায়
প্রিয়ার শয্যায় দোল খায় কন্টকের মালা!০৩
গদ্যের কঠিন ভাষায় শৃংখলিত জীবন
সুকান্ত তাই ছুটি চেয়েছেন কবিতার,
কাব্য-লালিত্যে কমই ঘটে কঠিনের মিলন
বাস্তব সুধারসে প্রাণটা সঞ্জীবিত নিবেদিত সেবিকার!০৪
কবি-দার্শনিক মহাসাম্যের দূত
ফুলের দলে ঢালে ঐশী সুগন্ধ,
বাস্তবই কঠিন তাই কঠিনই বাস্তব নিখূঁত
আবিশ্ব জাগ্রত রাখে পাখীর চৈতনিক আনন্দ!০৫