বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা নিন-
আবিশ্ব জ্ঞানী-গুণী যত মহাপ্রাণ,
তাপদগ্ধ মাটিকে জলবতীর সুগন্ধ দিন
তবেই বিরাণ মাঠে বাজবে ফসলের গান!০১
সুদুর্লভ মানবজন্ম নিয়েছি যখন-
নিজে মানুষ হতে পারিনি তাই মানুষকে ভালবাসি,
অপয়া-জীবনে গুণীর শুভাশিস নিশ্চিত প্রয়োজন
যা জোছনার দুধে ফোটাতে পারে ফুলের হাসি!০২
ব্যর্থতার অন্ধকারেও নিমজ্জিত থাকে কেউ কেউ
শ্রান্তির ঘাম যাদের হৃদয় ক্ষরণে বহতা মিশে,
নেপথ্য-নায়িকা চায় সাফল্যের প্রেমময় ঢেউ
বিজ্ঞের প্রাজ্ঞ শক্তিই সংকটে দেয় মুক্তির দিশে!০৩
ইতিহাস গড়েন সভ্য মানুষ সভ্যতার ইতিহাসে
জীবনকে সাজান তাঁরা নিসর্গের মতই অঙ্গকান্তি,
পরমের পরমত্ব বাক্সময় সৃষ্টি-উন্মুখ প্রতিভাসে
মানবপ্রেমের সুস্থ্য অঙ্গেই প্রতীষ্ঠিত বিশ্বশান্তি!০৪
জীবনের এই সূর্য ডুববেই অনিবার্য
বিদায়ে কিছু যেন রাখি মানুষের জন্যে,
নইলে জীবনের ঋণ ছাড়বে না কোনদিন
হানবেই আঘাত ঘৃণ্য জীবন-দৈন্যে!০৫