ফুলকে বন্ধু চাই কিন্তু সে ঝরে যায়
ডুবে যায় তাই কখনো বন্ধু নয় চাঁদ,
প্রেমিকা বন্ধু নয় কারণ সে মন বদলায়
মানুষ বন্ধু নয় কারণ আছে পাশবিক অপরাধ!০১
অনেক উঁচুতে উড়ে বেড়ায় শকুন
কিন্তু বন্ধু হবে না কারণ সে খায় পচা মাংস,
পিঁপড়া নীচে থাকলেও ব্যস্ত বহুগুন
কিন্তু বন্ধুত্ব নেই কারণ শ্রমে সে গড়ে ঐক্যের বংশ!০২
উঁচুতে নীচুতে কখনো বন্ধুত্ব হয় না
কারণ রেল লাইন চলে সমান্তরাল,
তেল আর জল কখনো ঘনিষ্ঠ রয় না
আবার বাঘ ও সিংহের শত্রুতা চিরকাল!০৩
পৃথিবীতে আসার পথে কেউ ছিল না সঙ্গে
যাবার পথে ও আর সঙ্গে যাবে না কেউ,
আসতে নগ্ন ছিলাম-বিদায়ে ও কিছু রবে না অঙ্গে
জীবন তখন বন্ধুহীন ভাসাবে দুঃখ-শোকের ঢেউ!০৪
মানুষের কারণেই ডুবে গেছে মানব সমাজ
মনুষ্যত্বহীন মানুষ ও বিবেকহীন বিবেকবান-
বিশ্বপতির দিব্য আলোয় এনেছে ধ্বংসের সাঁঝ-
তাই প্রভূর ধ্যানে মনুষ্যজ্ঞানে গড়ো বন্ধুত্ব মহান!০৫