বাস্তবে “বিশ্বাস” শব্দটি বিক্ষত হয়েছে-
ঠিক গণধর্ষিতা নারীর মতন,
জীবনে অবিশ্বাসই এখন বিশ্বাসে মেতেছে-
প্রেমিক ও প্রেমিকা অঙ্গাঙ্গী থাকে যেমন! ০১
কবে মরে গেছে মানুষের বিশ্বাস
মৃত সভ্যতার মতই তা এখন অচিন,
সভ্যদের তাই উঠে গেছে নাভীশ্বাস
সমাজের চালিকা-শক্তিও বাঁচে অবিশ্বাসী, পরাধীন!০২
ছেলেহারা মা প্রতিদিন বিলাপ করে-
“ছেলে মরেনি, সে আমার কাছে আসবেই”,
কিন্তু তার বিশ্বাস হারায় হেঁয়ালির অন্ধ গহ্বরে
বিশ্বাসের ট্র্যাজেডিতে বিশ্বাসী ডোবে অল্প দিনেই!০৩
বিশ্বাস করে না মা নিজের ছেলেকে-
স্বামীকে বিশ্বাস করে না স্ত্রী প্রিয়তমা,
কাক-চিল বিশ্বাস করে না শ্রেষ্ঠজীব মানুষকে
বিশ্বাসীর পায়ে সতীত্ব বিকিয়ে ধূলায় লুটায় রমা!০৪
“মৃত” ছেলেকে “জীবিত” বিশ্বাস করে জননী
যা দ্রুততার সাথে মিথ্যা প্রমানিত হয়,
সমাজ জীবনের বিশ্বাসও মিথ্যা বা ভুল তেমনি
তাই জীবনে নয়-মুখে বা গ্রন্থেই “বিশ্বাস”- এর আশ্রয়!০৫