আমরা কাজ করেই চাই শ্রমের মূল্য
মালিককে কখনো করি না ক্ষমা
কিন্তু ক্লান্তির মাঝেও হাসে প্রফুল্ল
আর শ্রমের মূল্য ও নেয় না মা,
ওভার টাইম ও নেয় না কাজ যত হোক ভারী-
তাই তো মা বিশ্বশ্রেষ্ঠ কর্ম জীবি নারী!০১
চাকরী করলে বেতন চাই
কোন বাঁকী নেই সেখানে
মা’য়ের শ্রমের কোন মূল্য নাই
বরং মা-ই পরিবার চালায় নিঃস্বার্থ আত্মদানে,
পার্ট টাইমে ভাল কামাই জীবনটা সুন্দর-
মায়ের ওসব নেই বরং অসুখেও খাটে নিরন্তর!০২
বেতন পেলে ও আমরা বোনাস তুলি
যেটা সবার বাড়তি উপার্জন
বেতন-বোনাস না নিয়ে মা শোনায় মিষ্টি বুলি
হাসিমুখে কষ্ট ও ঘুচায় মা-বিধাতার অমূল্য ধন,
বাবু-সাহেবের কাজে বখশিস জোটেও কোনদিন-
বিনা বকশিসে বাড়তি কাজ মা করে শ্রান্তিহীন!০৩
বেতন-বোনাস ছাড়া ও আছে শ্রান্তি ভাতা
সোনায় সোহাগা থাকে চাকরী জীবন জুড়ে
সবার শ্রান্তিতে বরং মা-ই ঘামায় মাথা
আবার সবার ভ্রমণে মা থাকে ও অন্তঃপুরে,
সবার অসুখে নার্সের মতই খাটে ও জননী-
শত কাজে ও সে মূল্য পায় না- অবাক ধরনী!০৪
চাকরীতে থাকে ঘুষ ও পেনশন
আরও থাকে নানা রকম ছুটি
মা বরং দেয় সঞ্চিত ধন যখন প্রয়োজন
ভাল খাবার সবাকে খাইয়ে নিজে খায় পোড়া রুটি,
শত অসুখে ও ছুটি নাই- মা যেন কতই দামী-
তাই বিশ্বশ্রেষ্ঠ কর্মজীবি মা- জানেন অন্তর্যামী!০৫