শ্রেষ্ঠ জীবের গর্ব ভুলে সবাই মিলে
(আসুন) সব মানুষকে ভালবাসি,
বিশ্বপ্রেমে বিভেদ ঠেলে খোলা দিলে
সবার মুখেই ফোটাই হাসি!
(আমরা) শ্রমের মর্যাদা দেবই সবার
চাইবোও সবার ভালো,
জন্মের ঋণ এতেই শোধ হবে
ঘুচবেও তখন মনের কালো!
তবেই সাড়া পরবে সব জনপদে
কর্মীর হাতও উঠবে জেগে,
(তখন) ভিক্ষার ঝোলা হবে শষ্য ভাণ্ডার
সব মানুষের আত্মত্যাগে!
জাগুন শ্রমিক-মজুর-জেলে-তাঁতি
জাতি-ধর্ম নির্বিশেষে,
ভাঙ্গা ঘরে তবেই পূর্ণিমা চাঁদ
মুক্ত জোছনায় খেলবে হেসে!
(সেদিন) শষ্যক্ষেতে হাসবে চাষি
ঘোমটায় হাসবে পল্লীবধু,
ফুটে উঠবেও যত ফুল-কলিরা
মৌচাকেও জমবে অঢেল মধু!
নিঃস্ব-রিক্ত আর পথকলি
মাতবে তখন মিলন মেলায়,
সকল প্রাণীও পাবে অভয়ারণ্য
বিশ্বপতির বিশ্বখেলায়!